একজন রৌদ্রদীপ্তি
আমাদের আজকের এই মানবসমাজ তৈরী হয়েছে নারী পুরুষ উভয়ের সামঞ্জস্যতায়।এই কাঠামো সৃষ্টিতে রয়েছে উভয়ের সমান অবদান।যা যুগ যুগ ধরে চলে এসেছে। আদর্শ বিচারে,নারী পুরুষের মাঝে কারও মর্যাদা কম বা বেশি নয়।তবে দৈহিক কাঠামো, অবয়ব ও বৈশিষ্ট্যে হয়তো খানিকটা পার্থক্য লক্ষ্য করা যায়। আর এই রেশ ধরেই কিছু মানুষ চায় তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে।যার কারণে নারীদের সম্মান ও মর্যাদা নিয়ে নানা আলোচনার মুখোমুখি হতে হয়।
আমরা সফল মানুষের জীবনী পর্যালোচনায় দেখতে পাই,একজন আদর্শ নারীর কল্যানেই একজন পুরুষ সাফল্যের শিখরে আরোহন করেছে। এক্ষেত্রে নারী যে শ্রম দিয়ে অবদান রেখেছে এমন নয় বরং মানসিক সহায়তা, সমর্থন ও আত্মবিশ্বাসী করেও অন্যের সাফল্যের অংশীদার হয়েছে।আর তাই একজন রৌদ্রদীপ্তি হতে পারে আপনার মা,বোন,স্ত্রী অথবা মেয়ে যার সুন্দরতম জ্ঞান ও কলাকৌশল মুহূর্তেই জীবনের পট পরিবর্তনে সক্ষম।
আর তাই রৌদ্রদীপ্তির উত্তম ব্যক্তিত্ব ও শিক্ষার মধ্য দিয়েই সৃষ্টি হতে পারে এক সুন্দর প্রাণোচ্ছল ভবিষ্যৎ প্রজন্ম।


Comments
Post a Comment