একটি স্বপ্নের শুরু

বলা হয়ে থাকে, প্রতিটি দিনই এক নতুনের সূচনা। অর্থাৎ প্রতিটি দিনের মাধ্যমে এক একটি সুন্দর সম্ভাবনা তৈরী হয়।


যখন আমরা এই ছোট কথাটি গভীরভাবে উপলব্ধি করতে পারব,তখন যেকোনো কাজকে আমরা সহজেই করতে পারব যা আমাদের কাছে বোঝার সৃষ্টি করবে না।একজন মানুষ কখনোই পুরোপুরি নির্ভুল বা সম্পূর্ণ নয়।ভুল ত্রুটির সমন্বয়ে মানবজীবন। তাই আমরা আমাদের অবস্থা ও পরিবেশ বিবেচনায় রেখে যতটুকু কাজ সুসম্পন্ন করতে পারি, ততটুকুই আমাদের মেনে নেওয়া উচিত। নিজের পরিমিত শ্রম ও সুপ্রসন্ন ভাগ্যের বিচারে যা আয়ত্ত করতে পেরেছি, তা নিজের প্রাপ্ত বলে ধরে নিলে সহস্র দুঃখবোধ থেকে সহজেই নিস্তার পাওয়া যায়। 

আল্লাহ প্রদত্ত প্রতিটি দিনই জাদুকরী। প্রতিদিন সকালে যে আমরা চোখ মেলতে পারি এটিই আমাদের সৃষ্টিকর্তার নিকট বড় কৃতজ্ঞতা। আর চোখ মেলার সাথেই তৈরী হয় বিরাট বিরাট সুযোগের ক্ষেত্র। স্বপ্নের পথে যাত্রা।একটি দিন অতিবাহিত হলেই পূর্বের দিনটি হয়ে যায় আজকের জন্য দারুণ শিক্ষা।আর তাই আজকের দিনটিকে কখনোই গতদিনের সাথে তুলনা করা যায় না। 

যখন রাত গড়িয়ে একটি সুন্দর সকালের আরম্ভ হয়।উদয়িত সূর্য নবরূপে চলার অনুপ্রেরণা যোগায়।ভোরের আলো চোখের সামনে উন্মুক্ত করে চকচকে চলার পথ যেন পূর্বদিন কিছুই ঘটেনি। ধীরে ধীরে পাখির কিচিরমিচির  ও গাছের পাতার আলোড়ন কাজের মধ্যে ছন্দ তৈরি করে।শান্ত ও শুভ্রতার আবেশে পারস্পরিক সম্পর্ক তৈরি করে নতুন কিছু করার উৎসাহ প্রদান করে। এভাবে নিজের অন্তরের নিমন্ত্রণে ও আত্মিক আলোয়,অন্যের সাহচর্য ছাড়াই তৈরী করতে হবে চলার পথ যা দ্বারা গঠিত হবে অসাধারণ পৃথিবী। 

Comments