অভিলাষী ২১


হিসাবের খাতা ধরেছি মেলে,পাইনা খুঁজে অন্ত্য

পাপপূর্ণ সমস্তটাই, পুণ্য যেখানে নিতান্ত।

নতুন শুরুতে করব কিছু নতুনের প্রচেষ্টা 

মনের সাথে করলাম সন্ধি করে যাব চেষ্টা।। 


পার করে ফেললাম জীবন থেকে আরও একটি বছর। যা শুধু চলে যায়নি বরং বাস্তব জীবন সম্পর্কে অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল। নতুন কিছু অভিজ্ঞতাকেও স্মৃতির পটে ধারণ করতে দিয়েছে। যার মধ্যে ভালো মন্দ উভয়ের মিশ্রণ রয়েছে। এমন কিছু ভালো অভিজ্ঞতাও ছিল যা মানুষ হয়তো সারাজীবন চেষ্টা করেও আর ফিরিয়ে আনতে পারবে না।সেই সুখের স্মৃতি অন্তরে ধারণ করে মানুষ কাটিয়ে দিবে হাজার বছর।অন্যদিকে চরম সঙ্কটময়,মর্মান্তিক মুহুর্তও আমরা পার করেছি।হারিয়েছি সবথেকে কাছের প্রিয় মানুষটিকে,যার হয়তো এভাবে যাওয়ার কথা ছিল না।আর বাহ্যিক সম্পদ,সম্পর্ক তো আছেই। 

পৃথিবীতে মানুষের মূল্য কতটুকু তা উপলব্ধি করেছি। তবে এতকিছুর পরও আমরা যারা সুস্থভাবে পরিবারের সবাইকে নিয়ে ভালোভাবে বেঁচে আছি,এর থেকে বড় পাওয়া সৃষ্টিকর্তার নিকট আর কি হতে পারে,,,!!!যে অবস্থার মধ্য দিয়ে দিন অতিবাহিত করে আমরা আজ এই সময়ে দাঁড়িয়ে, তার জন্য আমরা সেই সর্বোত্তম দয়ালু,ক্ষমাশীল আল্লাহর নিকট কি কৃতজ্ঞতা প্রকাশ ও ক্ষমা চাইতে পারিনা,,,!!! যিনি চাইলেই আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ পরিকল্পনার মাধ্যমে জীবন পরিবর্তন করে দিতে পারেন।

যেখানে আমাদের এই নশ্বর জীবনের পাপপুণ্য মিলানোর কথা ছিল সেখানে আমরা জীবন নিয়েই অধিক ব্যতিব্যস্ত। কতদিন এর আয়ু,,,???আমাদের সবারই অজানা।তবে কেউ যখন কঠিন ব্যধিতে পতিত হয় অথবা যেকোনভাবে জীবনসায়াহ্নের সময় জানতে পারে তখন কিন্তু সে পেছনের পাতা উল্টে হিসাব মিলাতে বসে যায় ।চিন্তিত থাকে মৃত্যু নিয়ে, প্রচন্ড ভয় নিয়ে ভাবতে থাকে আসলেই পুরোটা সময় জুড়ে কি করলাম,,,???

খুঁজতে গিয়ে দেখা যায় ,না কথা ও কাজে মিল আছে, না আত্মিক বিশ্বাস ও মূল্যবোধে। অন্যের কথা বাদ দিয়ে যদি নিজের সাথেই এই মিল খুঁজে না পাই তবে প্রতারণাপূর্ণ এ অপমান তো একান্তই নিজের। আর তাই নতুন বছর শুরু করি নতুন কিছু অভ্যাস আয়ত্তের মধ্য দিয়ে যেখানে নিজের সাথে কোন অবিচার নয় বরং প্রতিশ্রুতিবদ্ধ হই।কথার সাথে কর্মের সংযোগ স্থাপনের চেষ্টা করি।নিজ দায়িত্ব গুলি সঠিকভাবে সম্পন্ন করি।পিঠপিছের সমালোচনা বাদ দিয়ে সময় গুলো কাজে লাগাই যেন সুন্দরের মধ্য দিয়ে শুরু করে সাফল্যের মাধ্যমে শেষ করতে পারি।

Comments